Making bread is as easy as water. Want to know – how! (রুটি বানানো পানির মতো সহজ। জানতে চান – কীভাবে!)
আমি রুটি গোলাকৃতি করে বানাতে অক্ষম। আপনারা যারা আমার মতো অক্ষম এবং কোনোরকম ঝুঁকি-ঝামেলা ছাড়াই রুটি অথবা পুরি সহজেই বানাতে চান; তারা এই পণ্যটি ব্যবহার করে দেখতে পারেন। পণ্যটি দ্বারা কেবলমাত্র রুটি/পুরি বানাতে পারবেন কিন্তু ভাজতে পারবেন না। একই সাথে রুটি বানাতে ও ভাজতে হলে আপনাকে ইলেকট্রিক রুটি মেকার ক্রয় করতে হবে। এই পণ্যটি দামে সস্তা, মজবুত ও টেকসই। বাজারে প্রচলিত কাঠের তৈরি রুটি মেকার হতে এটি অনেক দীর্ঘস্থায়ী ও দামে সস্তা।
এই রুটি মেকারটি দ্বারা রুটি বানাতে আপনাকে সাধারণত বাসায় গৃহিনীরা যে ধরণের খামির তৈরি করে থাকেন সেই তুলনায় একটু নরম করে খামির তৈরি করে ব্যবহার করতে হবে। আন্দাজ মতো গোলাকার বল বানিয়ে মেশিনটিতে রেখে হাল্কা প্রেসার দিলেই রুটি তৈরির কাজ সম্পন্ন হবে। ব্যাস ঝামেলা এখানেই শেষ। এরপর ঝটপট তাওয়ায় ভেজে নিয়েই পরিবেশন যোগ্য।
দেশী আমাজন কর্তৃক বাজারজাতকৃত এই রুটি মেকারটির দাম রাখা হয়েছে বাংলাদেশী টাকায় মাত্র ৯৫০/- টাকা। বিস্তারিত…
7 Comments. Leave new
দারুন দারুন। আসলেই তো সহজ দেখি। ধন্যবাদ।
Thanks brother.
Greetings! Very helpful advice in this particular post! Rubetta Brnaby Bloem
Many Thanks.
Hi there. I found your website by way of Google whilst searching for a related subject, your website came up. It appears good. I have bookmarked it in my google bookmarks to visit then. Kelci Jerrie Knitter
Just desire to say your article is as astonishing. The clearness of your post is just great and I could assume you are an expert in this subject. Well with your permission allow me to snatch your feed to keep up to date with the impending post. Thank you 1,000,000 and please continue the gratifying work.| Alyda Rodrique Tedie
Thanks, Erotik.