বাঁচতে হলে মানতে হবে
বাঁচতে হলে মানতে হবে
বিধি-নিষেধ কিছু;
দেশব্যাপী ভাই করোনা তবেই
ছাড়বে মোদের পিছু।
মানতে হলে স্বাস্থ্যবিধি
পড়তে হবে মাস্ক;
জনসমাগম যে এড়াতে হবে
নিতে বিশুদ্ধ শ্বাস।
হাত ধোব তাই নিয়মিত
সাবান-জল দিয়ে;
হাঁচি কাশি দিতে হবে
নাকে টিস্যু-রুমাল দিয়ে।
যেতে হবে স্বাস্থ্যকেন্দ্রে
নিতে কোভিড টিকা ;
নেইকো ভয় তোমার কোনো
ভাবছো কি তুমি একা?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
এনামুল হক
ফাউন্ডার এন্ড সিইও
এনাম ডিজিটাল মার্কেটিং